পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জে বিএনপির কর্মী পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক

 


কিশোরগঞ্জে বিএনপি কর্মী পরিচয়ে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে চাঁদাবাজির সময় কাঁকন (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।

শনিবার (০৫ এপ্রিল) দুপুরে জেলা সদর হাসপাতাল গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাঁকন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের আজিজুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসার সামনে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে এক পথচারীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন বিএনপি কর্মী পরিচয় দেয় ওই যুবক। তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওই পথচারী তার কাছে এতো টাকা নেই বলে জানান এবং কৌশলে উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলকে মুঠোফোনে জানান। পরে ঘটনাস্থলে খালেদ সাইফুল্লাহ এসে বিএনপির পরিচয়ে চাঁদাদাবি করা সেই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল জানান, বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করছেন তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post