মাসব্যাপী ফেসবুক ভিত্তিক অনলাইন গ্রুপ ‘আলোকিত পাকুন্দিয়া’র আয়োজনে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে গ্রুপে এক পোস্টের মাধ্যমে তা প্রকাশ করা হয়। এতে কোরআন তেলাওয়াত থেকে ০৫জন এবং ইসলামী সংগীত থেকে ০৫জনকে বাছাই করা হয়েছে।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রথম হয়েছেন মো: ফয়সাল আহমেদ , দ্বিতীয়- মো: তাহমিদ, তৃতীয়- সামিউল আলম , চতুর্থ- হাফেজা আইলান সিদ্দিকা তানহা এবং পঞ্চম স্থান অধিকার করেছে সাদমান ফারাবি নাবিল ।
ইসলামীক সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আবদুল্লাহ আল মামুন, দ্বিতীয়- মোঃ তাওসিফ বিন ইউসুফ, তৃতীয়- আব্দুর রহমান জামী, চতুর্থ- সাওদা বিনতে গোলাপ, পঞ্চম-ওয়ালিউল্লাহ বিন আবুল কালাম ।
![]() |
কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের বিচারকমন্ডলী ছিলেন যারা... |
বিজয়ী মোট ১০জন পাবে আলোকিত পাকুন্দিয়া কর্তৃক সম্মাননা স্মারক এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
টোন মি নন ওভেন টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর জহিরুল ইসলাম ভাবনের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের আয়োজন করেছিলো ‘আলোকিত পাকুন্দিয়া’