পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

চরকাওনায় বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত ২

 



জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বজ্রপাতে আবু তাহের মিয়া নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়। তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। 



জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আবদুল আহাদ বাবুল জানান, সকাল ৭ টার দিকে বৃষ্টি শুরু হলে জমির মধ্যে থাকা পানি দেয়ার মেশিনের ঘরের মধ্যে অবস্থান নেয় তাহের মিয়াসহ ৩ জন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার। বাকি ২ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

Post a Comment

Previous Post Next Post