কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জুয়েল মিয়া (২৭) নামের এক প্রবাসী নিহত হয়েছে। এছাড়াও সাইকুল নামের আরও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাকুন্দিয়া-মঠখোলা সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে এ দুর্ঘঠনা ঘটে।
নিহত জুয়েল মিয়া উপজেলার পৌর সদরের নামা লক্ষীয়া গ্রামের রহমতুল্লাহর ছেলে। তিনি কুয়েত প্রবাসি ছিলেন। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুয়েত প্রবাসী দুই বন্ধু মিলে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া থেকে মঠখোলা যাচ্ছিলো। এ সময় আদু পাগলার মাজার সংলগ্ন এলাকায় পৌছকলে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে কররস্থানের দেয়ালের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় জুয়েল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে ভাগলপুর জহিরুল ইসালাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।