নোটিশ : পাকুন্দিয়া প্রতিদিনের আপডেটের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দু:খিত

হারানো ঐতিহ্য ফেরাতে বাংলা নববর্ষে পাকুন্দিয়ায় ঘুড়ি উৎসব

 


আবু হানিফ : আবহমান গ্রামবাংলা থেকে হারাতে বসেছে সেই চিরচেনা ঘুড়ি উৎসব। তাইতো সেই হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী খেলার মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে  অনুষ্ঠিত হয়েছে  ঘুড়ি উৎসব।


 সোমবার (১৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়ন খেলার মাঠে এ উৎসবের উদ্বোধন করা হয়। হোসেন্দি উদয়ন সমিতির সভাপতি ইউনুস আলী মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক এড. মো: জালাল উদ্দিন (পিপি)



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকযর রহমান মাসুদ, মানসুরুল হক বাবুল, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন,  হোসেন্দি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাকিব উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সুরুজ প্রমুখ। 



এ সময় কয়েক শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন উৎসবে। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি প্রভৃতি। এ সময় ঘুড়ি উৎসব উপভোগ করেন হাজার হাজার মানুষ।


Post a Comment

Previous Post Next Post