মোকারিম হোসেনঃ পাকুন্দিয়া উপজেলার সামাজিক সংগঠন স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া প্রেসক্লাবে সংগঠনের উপদেষ্টা, সদস্য, রাজনৈতিক ব্যক্তি, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক এবং সাংবাদিকদের উপস্থিতিতে এ ফলাফল প্রকাশিত হয়।
এ বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৭২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সর্বমোট ৩১৬ জন শিক্ষার্থী কে বৃত্তি প্রদান করা হয়েছে।
যেখানে ট্যালেন্টপুল ৯০ জন, সাধারণ ১৫৮জন এবং বিশেষ ৬৮ জন। বৃত্তি প্রাপ্তদের বৃত্তিপ্রদান পরবর্তীতে জানানো হবে বলে নিশ্চিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম তানজিরুল আলম সোহাগ।