পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

বোন জামাইয়ের শাবলের আঘাতে প্রাণ গেলো কন্টেন্ট ক্রিয়েটরের

 


কিশোরগঞ্জের ভৈরবের মানিকদি গ্রামে বোন জামাইয়ের শাবলের আঘাতে নিহত হয়েছেন রাকিব (১৪) নামে এক কন্টেন্ট ক্রিয়েটর। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি এলাকার শামসু মিয়ার ছেলে।

এছাড়া গুরুতর আহত অবস্থায় নিহত রাকিবের বড় ভাই জিসান (১৮) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের নয়াহাটি এলাকার হাসেম বেপারির ছেলে ফারুক মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ফারুক মিয়া শাবল দিয়ে শ্যালক রাকিবের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। আরেক শ্যালক জিসানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।


ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, গতকাল রাতে বোন জামাইয়ের শাবলের আঘাতে শ্যালক রাকিবের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Post a Comment

Previous Post Next Post