পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে জুবায়েত (২১) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে জাঙ্গালীয়া ইউনিয়নের চরটেকী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাজা দেয়া হয়। সে চরটেকী নামাপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক একই এলাকার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিং করে আসছিল। সামাজিকভাবে সমাধান না পেয়ে শনিবার আমার কাছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে জুবায়েতকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, কারাদণ্ড হওয়ার পরপরই আমরা আসামি জুবায়েতকে কারাগারে পাঠানো হয়েছে।