চট্টগ্রাম নগরে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট দুজনের মৃত্যু হয়েছে। বাড়ির নিচে শনিবার রাতে হওয়া বৃষ্টির পানি জমেছিল।রবিবার (১৮ মে) দুপুরে নগরের এম এম আলী রোড়ের বশর ভিলায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার সকালে সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন বাড়ির নিরাপত্তাপ্রহরী আবু তৈয়ব (৪৫)। এ অবস্থা দেখে ছুটে গিয়েছিল ওই বাড়িরই রবিউল (১৪) নামে এক কিশোর। তবে এ সময় রবিউলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন, মিরসরাই উপজেলার পূর্ব পোলমোগরা এলাকার নুর জাহানের ছেলে আবু তৈয়ব এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের জড়িরপার এলাকার হুমায়ুনের ছেলে রবিউল।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।