পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় ভুয়া ভোটার বানানোর চেষ্টা: দুইজন সাসপেন্ড, চারজনের বিরুদ্ধে মামলা



কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাত্র ৬ হাজার টাকার বিনিময়ে বয়স বাড়িয়ে ভুয়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির চেষ্টা করায় উপজেলা নির্বাচন অফিসের দুইজন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।


বরখাস্তকৃতরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর বারীউল ইসলাম (২৭) এবং ঝাড়ুদার রকিবুল ইসলাম রকি (২৪)। এছাড়া ভুয়া তথ্য দিয়ে ভোটার হতে চাওয়া আরাফাত মিয়া (১৫) এবং মধ্যস্থতাকারী জহিরুল ইসলামকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় মামলা করা হয়েছে।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ গত ২৯ এপ্রিল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৭ ও ১৮ মার্চ চরফরাদী ইউনিয়নের মির্জাপুর আলীম মাদ্রাসা মাঠে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে বুরুদিয়া ইউনিয়নের নামা পুটিয়া গ্রামের আরাফাত মিয়া নিজের বয়স ১৫ থেকে বাড়িয়ে ২২ বছর দেখিয়ে জাতীয় পরিচয়পত্র বানাতে চায়।


এজন্য তিনি কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামের জহিরুল ইসলামের মাধ্যমে পাকুন্দিয়া নির্বাচন অফিসের আউটসোর্সিং কর্মী রকিবুল ইসলাম এবং ডাটা এন্ট্রি অপারেটর বারীউল ইসলামের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী আরাফাত ৬ হাজার টাকা প্রদান করেন। পরে গত ২৮ এপ্রিল জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ছবি পরিবর্তনের আবেদন করলে বিষয়টি কমিশনের নজরে আসে।


পর্যালোচনায় সন্দেহ হলে আবেদনকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আরাফাত স্বীকার করে যে তিনি ঘুষের বিনিময়ে মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টা করেছেন এবং এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেন।


পরদিন নির্বাচন কমিশনের উপ-পরিচালক মাহবুবা মমতা হেনা অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সে অনুযায়ী ভোটার তালিকা আইন ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।


এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, "কমিশনের চিঠির মাধ্যমে ঘটনাটি জানতে পারি। আমাদের দুইজন আউটসোর্সিং কর্মীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে এবং নির্দেশ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।"


পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, "মামলার তদন্ত চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, "এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এমন ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত শাস্তির জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাব।"


সূত্রঃ দৈনিক শতাব্দীর কণ্ঠ। 

Post a Comment

Previous Post Next Post