পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কক্সবাজারে তিন নারী পর্যটককে হেনস্তা, পাকুন্দিয়ার ৩ যুবকসহ আটক ৫

 


কক্সবাজার সৈকতে তিন নারী পর্যটককে হেনস্তা ও উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (২৭ মে) ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটলেও পুলিশ সন্ধ্যার পর বিষয়টি গণমাধ্যমকে জানায়।


আটকরা হলেন কক্সবাজার পৌরসভার পাহাড়তলীর আবুল কাশেমের ছেলে মো. আরফ (২০) কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মান্দারকান্দি এলাকার শরিফ মিয়ার ছেলে জনি মিয়া (১৭), পাকুন্দিয়ার তালদশীর জীবন মিয়ার ছেলে আমির হামজা (১৮), পাকুন্দিয়ার দক্ষিণ খামা এলাকার শাহজাহানের ছেলে মো. সাকিব (১৮) ও চট্টগ্রামের হাটহাজারীর মিরহাট এলাকার নুর আলমের ছেলে মো. ওয়ালিদ (২৫)। তারা সবাই বন্ধু।


ভুক্তভোগী নারী বলেন, আমরা তিন বান্ধবী ঘুরতে বের হয়েছিলাম। এমন সময় পাঁচ যুবক এসে আমাদের ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন আমি ও আমার বান্ধবীরা চিৎকার করলে সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে পাঁচজনকে আটক করে। আমরা ভাবিনি এত জনপ্রিয় জায়গায় এমন একটা ভয়ানক অভিজ্ঞতা হবে।



ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ওই পাঁচ যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post