কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আট বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু সালেক ওরফে সালেহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত সুনাম উদ্দিনের ছেলে। অভিযুক্ত আবু সালেহ সম্পর্কে শিশুটির ফুফা হন।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকুন্দিয়া থানা পুলিশ জানায়, গত রোববার (১১ মে) রাতে অভিযুক্ত আবু সালেহ শিশু কন্যাকে তার দাদুর কাছে নিয়ে যাওয়ার সময় রাস্তায় নির্জন স্থানে ধর্ষণ করেন। পরে একই রাতে অভিযুক্তের স্ত্রী ভিকটিমকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে যান। এ সময় ওই শিশু তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলে। পরবর্তীতে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ঘটনার পর বুধবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।