পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

দক্ষিণ আফ্রিকায় ডাকাতির পর পাকুন্দিয়ার এমদাদুলসহ ২ জনকে গুলি করে হত্যা

 




দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে। অপরজন অপরজন শরিয়তপুর জেলার নড়িয়া থানার বিল্লাল হোসেন।  বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।


পাকুন্দিয়া প্রতিদিনের হাতে আসা এমদাদুলের পাসপোর্টের একটি ছবি থেকে জানা যায়, তার বাড়ি উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামে। তার বাবার নাম শফিকুল আলম এবং মায়ের নাম তাসলিমা। 


জানা যায়, দক্ষিন আফ্রিকার কেপটাউন প্রদেশের বুষ্টারের ডিডোরেন্স এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রবাসী বাংলাদেশি মালিক মনির হোসেনের দোকানে কর্মরত ছিলেন বিল্লাল ও এমদাদ। কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দল দোকানে ঢুকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে লুট করে নেয় টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী। ডাকাতি শেষ করে যাওয়ার সময় সরাসরি গুলি করে খুন করে যায় এমদাদ ও বিল্লালকে।



এদিকে, ব্যবসায়িক দ্বন্দ্বসহ নানা কারণে গত দুই মাসে একই এলাকায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে আতঙ্কিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। 

 

এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান বাংলাদেশীরা। 

Post a Comment

Previous Post Next Post