পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় প্রতিপক্ষকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ



কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার নামা দিগাম্বরদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রবিবার (৯জুন) দুপুরে ১০জনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. মাইন উদ্দীন নামের এক ক্ষতিগ্রস্থ ব্যক্তি।


অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত মিয়াজ উদ্দীনের ছেলে মো. রতন মিয়া (৫২), মুকুল মিয়া (৪৮) ও মুনজিল মিয়া (৪৫), রতন মিয়ার ছেলে জিদান মিয়া (২৬), মুকুল মিয়ার ছেলে শিমুল মিয়া (২৮), আব্দুল মালেকের ছেলে মাসুদ মিয়া (৪৮), মাসুদ মিয়ার ছেলে মাইফুল (৩০), সাইফুল (২২) ও আশরাফুল (২০) এবং পিতা অজ্ঞাত হৃদয় মিয়া (২৮)।


পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নামা দিগাম্বরদি গ্রামের রতন মিয়ার পরিবারের সঙ্গে মাইন উদ্দীনের নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল রবিবার বিকেলে মাইন উদ্দীনের কিছু মুরগী রতন মিয়ার বাড়িতে গেলে খাদ্যের সাথে বিষ মিশিয়ে মুরগীকে খেতে দেয়। ওই খাদ্য খেয়ে ১০টি মুরগী মারা যায়। এর প্রতিকার চেয়ে মাইন উদ্দীন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন বিকেলেই রতন মিয়া ৮-১০জন এর একটি দল নিয়ে মাইন উদ্দীনের বাড়িতে হামলা চালিয়ে দুটি ঘর ভাঙচুরসহ কিছু গাছপালা কেটে ফেলে। এসময় মাইন উদ্দীনের মেয়ে তাহমিনা ও পুত্রবধু কমলা বাধা দিতে গেলে তাদের বেধরক পিটিয়ে গুরুত্বর আহত করে প্রতিপক্ষের লোকজন। এসময় তাহমিনার গলা থেকে আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায় প্রতিপক্ষের জিদান। যার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।


পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post