কিশোরগঞ্জের বাজিতপুর ঘোড়াউত্রা নদীতে নৌকাডুবির ঘটনায় এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। হুমাইপুর ফেরিঘাট থেকে পাটুলি ফেরিঘাটের দিকে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়। এতে সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও একজন পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে বুধবার সকাল থেকে নৌকা ও নৌকায় থাকা ১২টি মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখন পর্যন্ত নিখোঁজের পরিচয় জানা যায়নি।
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার নুরুল আমিন জানান, নৌকাটি মঙ্গলবার রাত ৯টার দিকে বাজিতপুর পাটুলিঘাট থেকে ১৫ জন যাত্রী ও ১২ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। ঘোড়াউত্রা নদী পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের দল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। নদীতে স্রোতের তীব্রতার কারণে নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এ কারণে নৌকাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। নৌকায় থাকা ১২ মোটরসাইকেল উদ্ধারে আমাদের টিম কাজ করছে।