পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

দুটি বগি রেখেই কিশোরগঞ্জ পৌঁছালো ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন

 


আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী আসার পর দুটি বগি বিকল হয়ে পড়ে। সেই ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জে আসার কথা ৩.৫৫ মিনিটে। কিন্তু সেই আন্তনগর ট্রেনটি দুই বগি রেখেই কিশোরগঞ্জ গিয়ে পৌঁছালো ১ ঘন্টা ৯ মিনিট পরে।

ট্রেনের যাত্রীর সংখ্যা বেশি থাকার কথা থাকলেও আজ সোমবার (২ জুন) কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির প্রায় বগিই ফাঁকা ছিল।

যাত্রী ও কিশোরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা গেছে, দুটি বগি বিকল হওয়ার কারণে যাত্রীরা অনেকেই টিকেট ফেরত দিয়েছেন। ট্রেনটি ঝক ঝক মনে হলেও তার গতি ছিলো একেবারেই কম।

-যাযাদি অনলাইন



Post a Comment

Previous Post Next Post