কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলায় শান্ত (২২) এবং জাহেদুল ইসলাম পরশ (১৯) নামের আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার দক্ষিনখানের ফায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব ১৪ ও পুলিশের যৌথ আভিযানিক দল।
গতকাল বুধবার(১৮জুন) রাতে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ইউসুফ।
গ্রেপ্তারকৃত শান্ত মিয়া সালুয়াদী গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং পরশ একই এলাকার ইমাম হোসেন মোড়লের ছেলে। এর আগে এই মামলার প্রধান আসামী ইমাম হোসেন মোড়লকে গত ১৮ মে গ্রেফতার করা হয়েছিলো। নিহত শরীফ মিয়া একই এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, ডিএমপি উত্তরা বিভাগের দক্ষিনখান থানধীন ফায়দাবাদ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা আত্মোগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই বাসায় অভিযান চালিয়ে দুই আসামি শান্ত ও পরশকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরীফ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। শান্ত ও পরশকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শরীফ হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হল। অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৭মে দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পূর্ব শত্রুতার জেরে ইমাম হোসেন মোড়ল, পড়শ ও শান্তসহ ৭-৮ জনের একটি দল শরীফ মিয়ার দোকানে ঢুকে লাঠি ও ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।