পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন



 কিশোরগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

বুধবার (১৮ জুন) বিকেলে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এ রায় দেন। এ সময় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি হলেন- ভৈরব উপজেলা সদরের কালিকাপ্রাসাদ এলাকার মৃত রেনু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম (৫০)। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত স্বপ্না বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল কালিকাপ্রাসাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post