কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যতিক্রমধর্মী এক হাডুডু খেলার আয়োজন করেছে এলাকাবাসী। ‘শ্বশুর বনাম জামাই’ এই খেলা দেখতে উপজেলার মজিতপুর গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (২৭ জুন) বিকেলে এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় শ্বশুরপক্ষ ও জামাইপক্ষ আলাদা দুটি দল হিসেবে অংশগ্রহণ করে। জমজমাট লড়াই শেষে ২-১ পয়েন্টে জয় লাভ করে শ্বশুর দল।
খেলা আয়োজক কমিটর সদস্য সজিব মিয়া জানান, এমন আয়োজনে শুধু বিনোদনই নয়, পারিবারিক সম্পর্কেও মেলে ভিন্নমাত্রার বন্ধন। সমাজে সৌহার্দ্য বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তারা।
স্থানীয় এলাকাবাসী কামাল উদ্দিন জানান, এমন ব্যতিক্রমধর্মী খেলা গ্রামীণ ঐতিহ্য ও পারিবারিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। তারা বলেন, “এই খেলা শুধু হাডুডু না, পুরো গ্রামে একটা মিলনের উপলক্ষ তৈরি করে।”
খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি যোবায়ের আহমেদ, এগারসিন্দুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুখলেছ উদ্দিন আকন্দ, সেক্রেটারি আব্দুস সামাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক জিয়াউর রহমান, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল হক, পাকুন্দিয়া উপজেলা খাশা ইসলামী ছাত্রশিবির সভাপতি আকরাম হুসেন প্রমুখ।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ রকম ব্যতিক্রমধর্মী আয়োজনে মিলবে আনন্দ আর সৌহার্দ্যের বার্তা।