আমিনুল হক বুলবুল : ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক বাবা ও তাঁর শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের কৃষক মোস্তফা (৪৫) ও তাঁর পুত্র তায়্যিব (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা তাঁর শিশুপুত্র আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজেদের জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন। কাজ শেষে আনুমানিক বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
আশেপাশের লোকজন বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
একই পরিবারের পিতা-পুত্রের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো আবদুল্লাহপুর গ্রাম এবং আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এমন ঘটনায় প্রতিবেশীরাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আমিও যাচ্ছি।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।