জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে মনোনয়ন পেয়েছেন মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইনী। আজ রবিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় রাজধানী পল্টনস্থ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীকের দলীয় প্রার্থী ঘোষণা করেন তিনি।
এছাড়াও কিশোরগঞ্জের ৬ টি আসনেই প্রার্থীতা ঘোষণা করে দলটি।
* কিশোরগঞ্জ ১( কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর), প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী দা.বা.
* কিশোরগঞ্জ ২ (কটিয়াদি- পাকুন্দিয়া) মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর আল হুসাইনী।
* কিশোরগঞ্জ ৩( তাড়াইল- করিমগঞ্জ) মুফতি আব্দুস সালাম দা.বা.
* কিশোরগঞ্জ ৪( ইটনা- মিঠামণ-অস্টগ্রাম) মাওলানা আনোয়ার হুসাইন দা.বা.
* কিশোরগঞ্জ ৫( নিকলী- বাজিতপুর) মাওলানা নুরুদ্দীন আমিনী দা.বা.
*কিশোরগঞ্জ ৬ ( কুলিয়ারচর-ভৈরব) মাওলানা লাইস উদ্দীন দা.বা.
এ বিষয়ে মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইনী পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, আমিও শুনেছি মনোনয়ন দিয়েছে তবে কাগজপত্র পাইনি। মানুষ পরিবর্তন চায়। সকলের সাথে পরামর্শ করে নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবো।




