কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চালককে চেতনানাশক দিয়ে বেটারি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে কিশোরগঞ্জ শহরের উজানভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে হিরু শেখ (৪৫) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে বিপ্লব (৪৫)
জানা যায়, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাঘপাড়া গ্রামের মোঃ সুলতান (৬২) অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ৩ আগস্ট (রোববার) সন্ধ্যায় অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা কয়েকজন নেষা/বিষ জাতীয় কিছু খাইয়ে অচেতন করে তাকে পাকুন্দিয়া উপজেলা জাসে মসজিদে ফেলে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পড়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করে৷ পরদিন তার অবস্থা অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে সুলতানের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ মিনা আক্তার বাদী হয়ে ৮ আগস্ট পাকুন্দিয়া থানা মামলা দায়ের করলে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আসামীদের শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ শহরের উজান ভাটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে অটোরিক্সা বিক্রয়ের নগদ ১৮ হাজার টাকা, চোরাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতার এবং চোরাই অটোরিক্সা উদ্ধারের জন্য পুলিশি অভিযান পরিচালনা অব্যাহত আছে।