কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিয়েতের দাওয়াতে পরিবেশ বান্ধব বিভিন্ন জাতের গাছের চারা উপহার দিয়ে এলাকাবাসীর নজর কেড়েছেন ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন ও মোডারেটররা।
শনিবার বিকেলে উপজেলার তারাকান্দি বাজার সংলগ্ন এলাকায় এই ব্যাতিক্রমি উপহার প্রদানের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার সমাজকর্মী, ভিওপি ব্লাড ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান ইমনের বিয়ের অনুষ্ঠানে এ উপহার তুলে দেয় ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মোডারেটর মোস্তফা কামাল তানসেন, কবি ও সাহিত্যিক গোলাপ আমীন, স্বেচ্ছাসেবক সারোয়ার হোসেন, বাচ্চু মিয়াসহ আরও অনেকে।
এ বিষয়ে ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, ইমন সবসময়ই মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। সমাজের জন্য তার এই অবদান ও ত্যাগ নিঃসন্দেহে আমাদের অনুপ্রেরণা। আজ তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। আমরা কামনা করি – তার দাম্পত্যজীবন হোক ভালোবাসা, সুখ ও সমৃদ্ধিতে ভরপুর। মহান আল্লাহ তায়া’লা তাদের জীবনকে শান্তি, রহমত ও বরকতে ভরে তুলুন – এটাই ভয়েস অব পাকুন্দিয়া পরিবারের পক্ষ থেকে আমাদের অন্তরের দোয়া।




