জহির ফয়সালকে আহ্বায়ক ও মুহাম্মদ বোরহান উদ্দিনকে সদস্যসচিব করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) পার্টির কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ও সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ৩৭ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিব ছাড়াও পাঁচজন যুগ্ম আহ্বায়ক, পাঁচজন সদস্যসচিব ও ২৫ জন সদস্য রয়েছেন। কেন্দ্র ঘোষিত এই আহ্বায়ক কমিটি জেলায় আপ বাংলাদেশের কার্যক্রম গতিশীল করবে।
কমিটি অনুমোদনের পর জেলা আহ্বায়ক জহির ফয়সাল বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্যই আপ বাংলাদেশের পথচলা। নতুন কমিটি কিশোরগঞ্জকে দলের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করবে। তিনি আশা প্রকাশ করেন, গণমানুষের দল হিসেবে আপ বাংলাদেশ ভবিষ্যতে দেশের রাজনীতির নেতৃত্ব দেবে।