কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটন (৪৮) থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সন্ধায় উপজেলার শ্রীরামদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
সে ওই এলাকার মৃত আব্দুস সালাম লালু মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পাকুন্দিয়া এলাকায় খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ছাত্রদের উপর হামলা ও সহযোগিতার অপরাধে গত বছরে পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ সুজায়েত হোসেন রফিকুল ইসলাম লিটনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, দীর্ঘ সময় চেষ্টার এই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে পেরেছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি সে।