কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান মাছুম, নারান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজল মিয়া, সুখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়া এবং এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবু কাউসার মেম্বার।
বুধবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি জানায় পাকুন্দিয়া থানা পুলিশ।
এতে উল্লেখ করা হয়, ‘বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এগারসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতিসহ বৈষম্য বিরোধী মামলার এজাহারনামীয় আসামী এবং তদন্তে সন্ধিগ্ধ আসামীসহ সর্বমোট ০৫(পাঁচ) জনকে পাকুন্দিয়া থানার বিভিন্ন এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে।’