পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের উপজেলা কমিটি গঠন




কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।  পিএইচডি গবেষক ও প্রাবন্ধিক মোহাম্মদ বুরহানুদ্দীনকে সভাপতি, কবি ও ছড়াকার গোলাপ আমিনকে সাধারণ সম্পাদক এবং কবি ও সাংবাদিক আফসার আশরাফীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদকাল আগামী দুই বছর (২০২৫-২০২৬, ২০২৬-২০২৭)। 

কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান লেখক,  ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন। 


অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন- সহ-সভাপতি কবি ও লেখক আলমগীর খোরশেদ, লেখক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, কবি এম. হাবিবুর রহমান, লেখক ও টাকশাল কর্মকর্তা মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ভিওপি এডমিন এসএম রায়হান, পাঠাগার সম্পাদক মুহাম্মদ রবিন সরকার, অর্থ সম্পাদক কবি আল আজাদ, প্রচার সম্পাদক কবি বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক কবি মোখলেছুর রহমান আকন্দ, কার্যকরী সদস্য সহকারী অধ্যাপক সাদেক আকন্দ, কবি আসিফুজ্জামান খন্দকার, সাংবাদিক মো. সাইদুল ইসলাম, গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক সুলতান আফজাল আইয়ূবী, মাওলানা মো. শফিকুল ইসলাম, চিন্তক ওয়াজেদ নবী, কবি ও শিক্ষক শারমীন বেগম, কবি রফিকুল ইসলাম খোকন, কণ্ঠশিল্পী হামিদুর রহমান হামিদ। 


উল্লেখ্য, কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post