পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

হোসেনপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে কিশোরের মৃত্যু



কিশোরগঞ্জের হোসেনপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে মো. আকরাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ভোরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর বাজুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আকরাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বাজুপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।

জানা যায়, রবিবার দিবাগত রাত ১১টার দিকে আকরাম তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে যন্ত্রণা শুরু হলে আকরাম পরিবারের সদস্যদের জানান, 'আমাকে ঘুমের মধ্যে কী যেন কামড় দিয়েছে।' তাৎক্ষণিক পরিবার ও আশপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান এবং কবিরাজ এ রোগীকে ভালো করতে পারবেন না বলে জানিয়ে দেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাত ১টার দিকে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা জানান, প্রথমে ভেবেছিলাম ঘুমন্ত অবস্থায় আকরামকে বিড়ালে কামড় দিয়েছে। তার ঘরে একটি বিড়াল রয়েছে। পরে কবিরাজের কাছে গিয়ে জানতে পারি বিষধর সাপে ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দিয়েছে।

স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার মোছা, নুরুন্নাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, 'এ যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।' এদিকে সাপের কামড়ে মৃত্যুর ঘটনার পরে এলাকায় সাপের আতঙ্কে জনমনে ভীতি সঞ্চয় করছে।

Post a Comment

Previous Post Next Post