ইতালিতে লেকের পানিতে ডুবে প্রবাসী বাংলাদেশি আব্দুস সামাদ নামের (১২) এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় দুপুরে ত্রেনতিনো অঞ্চলের মোলভেনো লেকে পরিবারসহ বনভোজনে গেলে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ইতালি পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মুমূর্ষু অবস্থায় সামাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কিশোর ইতালি প্রবাসী আবুবক্কর সিদ্দিকের ছেলে। তিনি ভৈরবের শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকার মৃত আব্দুল সাদেক মেম্বারের নাতি। মৃত্যুর খবরে সামাদের দাদার বাড়িতে শোকের ছায়া নেমে আসে।