কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির খবর পাওয়া গেছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৬ জন। তাদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় এ সংঘর্ষ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. হিমেল সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকার হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আধিপত্য বিস্তার নিয়ে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এমদাদ হোসেনের সমর্থকদের মধ্য বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জেরে আজ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হিমেল মিয়া আহত হন। তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত আরও দুইজন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।