কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লাইসেন্স না থাকায় প্রাইম হেলথ সার্ভিস, আনোয়ারা ডিজিটাল সেন্টার ও পাকুন্দিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাকুন্দিয়া পৌর সদর বাজারের এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিফাত জাহান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিফাত জাহান জানান, লাইসেন্স না থাকায় প্রত্যেক ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় পেশকার মাহবুবুল ইসলামসহ পাকুন্দিয়া থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।




