পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়া থানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত



দিলিপ রবিদাস : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়  আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে  পাকুন্দিয়া থানা  পুলিশের উদ্যোগে  সমবার  (২২ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া  থানার সভাকক্ষে    পূজা উদযাপন কমিটি ও   হিন্দু- ধমীয়  নেতৃবৃন্দের  সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


পাকুন্দিয়া  থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাখাওয়াৎ হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ মোবারক হোসেন পুলিশ পরিদর্শক (তদন্ত),  এসআই আশিষ কুমার দাস,  এসআই বিনয় দাস, পলাশ চন্দ্র সরকার সভাপতি, সুজন দেবনাথ সাধারণ সম্পাদক পাকুন্দিয়া উপজেলা পুজা উদযাপন কমিটি, সুজিত কুমার বর্মণ সভাপতি বাংদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সাধারণ সম্পাদক  বিদ্যুৎ দেবনাথ, পৌর পুজা উদযাপন কমিটির সাধাণ সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী পাগল নাথ আশ্রম দুর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি  রঞ্জন সূত্রধর,   শ্রীশ্রী বৈষ্ণব চূড়ামণি বংশিদাস বাবাজি মহারাজ আশ্রমেন সভাপতি সুখন সাহা, শ্রী শ্রী মদনমোহন জীউর আখরা সভাপতি  তনুজ কুমার সাহা, শ্রী শ্রী পাগলনাথ আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক দিলিপ রবিদাস,   বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি  অন্তর সরকার  ও উপজেলা  দুর্গা পূজা উদযাপন বিভিন্ন মন্ডপ কমিটির   সভাপতি সম্পাদক  ও পাকুন্দিয়া উপজেলাস হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।



এবার পাকুন্দিয়া উপজেলায়  মোট ১৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


মতবিনিময় সভায় বক্তারা পূজাকে ঘিরে পূজা  পূজামণ্ডপের নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপে পর্যাপ্ত পুলিশ  মোতায়েন, পুলিশ টহল বৃদ্ধি এবং দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। 


Post a Comment

Previous Post Next Post