পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জে মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু




কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে আব্দুল মালেক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার বেপারীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কলহের জেরে পিতা আব্দুল মালেক ও পুত্র আব্দুল আউয়াল ওরফে ভাঙ্গারী বাদলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাদল ছুরি দিয়ে পিতাকে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা দ্রুত তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।


নিহতের চতুর্থ পুত্র মো. খোকন জানান, বাদল দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিল। এর আগেও তার নামে বাবা বাদী হয়ে মামলা করেছিলেন। কিছুদিন হাজতবাসের পর বাড়ি ফিরে এসে আবারও ঝগড়াঝাটির মাত্রা বাড়িয়ে দেয়। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় কয়েকদিন ধরে বাবাকে চাপ দিচ্ছিল তাকে ফিরিয়ে আনার জন্য। মূলত মাদকের নেশাতেই এই হত্যাকাণ্ড ঘটেছে।



করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, বৃদ্ধ পিতা ছুরিকাঘাতে আহত হয়েছেন জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরে তার মৃত্যু সংবাদ পাই। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সবাই সহযোগিতা করলে এ মৃত্যুর মরণছোবল থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।


Post a Comment

Previous Post Next Post