পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

ইসকন নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ



আলিফ হত্যা, মুহিব্বুল্লাহ গুম, গাজীপুরে আশামনি ধর্ষণ, বুয়েটের ধর্ষক শ্রীশান্তরায়সহ ইস্কনের সকল খুনী, ধর্ষকদের দ্রুত বিচার ও ফাঁসী এবং উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষেদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা।


শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা শেষে ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশে আশরাফুল ইসলাম নাদিম, মুহাম্মাদ মুযাক্কির হুসাইন, মো:বরকতুল্লাহ, শেখ মুদ্দাছির তুসি, মো. কামরুজ্জামান, মো. জাকির হুসাইমসহ স্থানীয় ছাত্র নেতা মুসল্লীরা অংশগ্রহণ করেন।


মিছিলে,‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই,’ ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার,’ ‘সাবিলুনা সাবিলুনা,আল জিহাদ আল জিহাদ,’ ‘বদরের হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার,’ ‘বিচার বিচার বিচার চাই,আলিফ হত্যার বিচার চাই,’ ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না,’ ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান,’ ‘দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘আমরা সবাই রসূল সেনা, ভয় করিনা বুলেট বোমা,’ ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।


এসময় ইসকনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তৃতারা বলেন, সংগঠনটি ইসলাম ও মুসলমানদের অবমাননা করে আসছে, যা দেশের শান্তিপ্রিয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। ইসকনের কর্মকাণ্ড দেশের সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতাকে নষ্ট করছে। তারা অবিলম্বে সংগঠনটি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

Post a Comment

Previous Post Next Post