পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান




মোকারিম হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (০১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমির খসরু শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ ও জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান খান বাদল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আকরাম উদ্দীন পোটন, ০১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ এর সহকারি অধ্যাপক মোঃ আজিজুল হক,  চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এবং চরকাওনা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম,তারাকান্দি ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক,লুৎফুর রহমান মোফাজ্জল, চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ এর সভাপতি  ইলিয়াস উদ্দীন চুন্নু, তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের পরিচালক এ.টি.এম খলিলউল্লাহ্ শাকিল, চরকাওনা কারিগরি স্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সিনিয়ন যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম ছোটন প্রমুখ। 


 এ.কে.এম তানজির উল আলম সোহাগ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বপ্নডিঙ্গা কল্যান ফাউন্ডেশন এর উপদেষ্টা  তরিকুল হাসান শাহীন, মঞ্জুরুল হক মঞ্জু, আতিকুর রহমান সোহাগ সহ বিভিন্ন বিদ্যালর এর প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



অনুষ্ঠান শেষে পাকুন্দিয়া উপজেলার  বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৭২০ জন শিক্ষার্থীর মধ্যে  বিভিন্ন ক্যাটাগরিতে  বৃত্তি প্রাপ্ত ৩১৬জন  শিক্ষার্থীদের হাতে নগদ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্ধ।

Post a Comment

Previous Post Next Post