কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের বসতঘর থেকে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী লিটন মিয়া ও ভাসুরের ছেলে চঞ্চলকে আটক করেছে পুলিশ। গতরাতে তাদের আটক করা হয়।
রবিবার (০৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী ভিটিপাড়ায় গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১ টার দিকে ত্রিপল নাইনে ফোন করে স্বজনরা পুলিশকে হত্যাকাণ্ডের খবর জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত সেটি জানা যায়নি। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




