বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন বাবলুর উদ্যোগ জাঙ্গালিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য চমন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এরশাদ মিয়া, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান মোফাজ্জল, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সামাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল মিয়া, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ, ছাত্রনেতা সাকিব, সাইমন, সদস্য আরিফ ও সৌরভসহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।




