পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারে ভাড়া বাসায় আত্মহত্যা করেছেন হাফসা (১৯) নামের এক গৃহবধূ। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। সে পাকুন্দিয়া পোরসভার ৭ নং ওয়ার্ডের দিয়াপাড়া এলাকার হেলাল মিয়ার পুত্রবধু। তার স্বামীর নাম সজিব। তিনি পেশায় রাজমিস্ত্রী।
সূত্র জানায়, হাফসা-সজিব দম্পতি মির্জাপুর বাজারে ভাড়া থাকতো। গতরাতে রুমের ভেতরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে হাফসা। বাড়ির অন্য ভারাটিয়ারা বিষয়টি দেখতে পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশে খবর দেয়।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আজ তার মরদেহ ময়না তদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পাঠানো হবে।
এদিকে কী কারণে গৃহবধু হাফসা আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্টভাবে জানাতে পারেনি পুলিশ।




