পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

হিজলীয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

 



কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। হিজলীয়া গ্রামের যুব সমাজ এ খেলার আয়োজন করে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. নাসির উদ্দিন। ২৫নং হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে, আ: কাদির এবং রাসেলের রেফারির দায়িত্বে এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

খেলা শুরুর আগেই মাঠের চারপাশে ভিড় জমান শতশত উৎসুক নারী-পুরুষ আর শিশুরা। দীর্ঘদিন পর বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যকার অনুষ্ঠিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে পেরে আনন্দিত সবাই।


আয়োজকরা জানান, ৮ম বারের মতো এ বিশাল হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে। এ ধারা আগামিতেও অব্যাহত থাকবে। গ্রামের মানুষকে বিনোদন দিতেই মূলত এ খেলার আয়োজন করা হয়।

Post a Comment

Previous Post Next Post