পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জে নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের



কিশোরগঞ্জের বাজিতপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্র। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।


জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে সাইদ (১৩)। সে বাজিতপুর থানাধীন ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে স্কুল ছুটি শেষে সে বাড়ির উদ্দেশে রওনা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন।


পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আবুল কাসেম (৫৩) বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজিতপুর থানায় সাধারণ ডায়েরি করেন।


জিডিতে নিখোঁজ শিক্ষার্থীর শারীরিক বর্ণনা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুনের উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট, সাদা ফুলহাতা শার্ট, শার্টের ওপর জলপাই রঙের হুডি এবং পায়ে সাদা রঙের কেডস জুতা।



নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আবুল কাসেম বলেন, সাঈদ নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন জায়াগায় খোঁজ নিয়েছি কোথাও পাইনি। আমরা এখন দিশেহারা হয়ে গেছি।


বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমরা বিভিন্ন থানায় যোগাযোগ করছি। কোথাও তার সন্ধান পাওয়া গেলে থানায় জানাতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।



-কালবেলা অনলাইন


Post a Comment

Previous Post Next Post