পাকুন্দিয়ায় পাগলা শিয়ালের কামড়ে মা ছেলেসহ ৪ জন আহত হয়েছে। আজ (২৬ জানুয়ারি) উপজেলার তারাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় ১ টি গরু ও একটি ছাগলকেও কামড় দেয়।
আহতরা হলো , তারাকান্দি দক্ষিণ পাড়া আজিজুল সরকারের বাড়ির মো: কবির মিয়ার ২ বছরের ছেলে বায়েজিদ হাসান শায়ান ও তার স্ত্রী সুমাইয়া আক্তার । অন্যদিকে, সাইফুল হক মাষ্টারের বাড়ির বাবুল মিয়ার মেয়ে বেবী আক্তার নীলা এবং তার ফুফু মৃত শহীদুল্লাহর মেয়ে পারভীন আক্তার।
এ ঘটনার পর তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আলোকিত পাকুন্দিয়ার এডমিন শাহীন আলম পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, সকালে ঘরের বাহিরে খেলা করছিলো শিশুটি। এ সময় পাগলা শেয়াল শিশুটিকে কামড়ে নিয়ে যেতে চায়। এ সময় তার মা দৌড়ে এসে শিশুটিকে ধরতে চাইলে তাকেও কামড় দেয়। পড়ে সেখান থেকে ফিরে সাইফুল হক মাষ্টারের বাড়ির বাবুল মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে নীলা এবং তার ফুফু পারভীন আক্তারকেও আহত করে। এ সময় বাড়ির বাহিরে বাঁধা একটি গরু ও ছাগলকেও কামড় দেয়।
এ ঘটনার পর তাদের দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।।




