আবু হানিফ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার ৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার ৭২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন বলে কেন্দ্র সূত্রে জানা গেছে। জানা গেছে, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৪৭৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। সেখানে অনুপস্থিত থাকে ১৯ জন পরীক্ষার্থী।
মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় ৭৫৪ জনের মধ্যে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। মঠখোলা বহুমুখী কেন্দ্রে এসএসসি পরীক্ষা প্রথম দিন ৩৬০ জন পরীক্ষাথী মাঝে অনুপস্থিত ১০ জন, জাঙ্গালিয়া, উচ্চ মাধোমিক কেন্দ্রে পরীক্ষাথী ৪৫৬ জন এর মধো অনুপস্হিত ৮ জন এ ছাড়াও হোসেন্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠি পরীক্ষায় ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন অনুপস্থিত রয়েছে,চরকাওনা কারিগরি উচ্চ বিদ্যালয় পরীক্ষাথী ১৮১ জন মাঝে ১জন অনুপস্থিত ।
পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আফছর উদ্দিন আহম্মদ মানিক বলেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া সরকারি কলেজ ভেন্যুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের পরীক্ষায় ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন বলেন, অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে প্রথম পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকিগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।