নোটিশ : পাকুন্দিয়া প্রতিদিনের আপডেটের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দু:খিত

পাকুন্দিয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু



কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।


বুধবার সন্ধ্যায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। মোহাম্মদ আলী একই এলাকার হাজী আবদুল খালেকের ছেলে। 


মোহাম্মদ আলীর ভাতিজি মাসুমা আক্তার পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের জমিতে পানি দেওয়ার জন্য যান মোহাম্মদ আলী। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন পাকুন্দিয়া প্রতিদিনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


শাহরিয়া/পাপ্র



Post a Comment

Previous Post Next Post