নোটিশ : পাকুন্দিয়া প্রতিদিনের আপডেটের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দু:খিত

গাজীপুরে ট্রাক চাপায় পাকুন্দিয়ার মাইক্রোবাস চালকের মৃত্যু




গাজিপুরের ভোগড়া চৌরাস্তা এলাকায় ট্রাক চাপায় মোঃ আলাউদ্দিন( ৪৫)  নামের এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভোগরা বাইপাস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত  আলাউদ্দিন নারান্দী ইউনিয়নে শালংকা  গ্রামের মোঃ সাহাবদ্দিনর ছেলে। 


পরিবার সূত্রে জানা যায়, ভোরে আলাউদ্দিন মাইক্রোবাস নিয়ে প্রবাসী যাত্রী নিয়ে এয়ারপোর্ট যায়। সকাল ৯ টার দিকে তাদের নামিয়ে পাকুন্দিয়া যাওয়ার সময় গাজিপুরের ভোগড়া এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে গুরুতর আহত হয় আলাউদ্দিন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে   শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়।


গাজিপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


Post a Comment

Previous Post Next Post