পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

মিষ্টির বক্স থেকে নবজাতকের লাশ উদ্ধার



 কিশোরগঞ্জে মিষ্টির বক্স থেকে এক নবজাতকের লাশ 

উদ্ধার করেছে ‍পুলিশ। রোববার (২৭ এপ্রিল) দুপুরে শহরের ফার্মের মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।


জানা যায়, শহরের গাইটাল ফার্মের মোড় এলাকায় মিষ্টির বক্সের ভেতর কালো কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতক রাস্তার পাশে মৃত অবস্থায় পড়েছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে পড়লে তারা পুলিশকে খবর দেয়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা জানা যায়নি।


কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার দুপুর ১টায় ফার্মের মোড় এলাকায় একটি ছেলে নবজাতকের লাশ মিষ্টির বক্সের ভেতর পড়ে আছে বলে খবর পাই। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর কেউ বক্সে ভরে ফেলে চলে গেছে।



Post a Comment

Previous Post Next Post