আবু হানিফ : পাকুন্দিয়া,উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়, পাকুন্দিয়া ‘উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক’ প্রশিক্ষণে গন্যমাণ্য ব্যক্তি, সমাজকর্মী, প্রশিক্ষক, ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গ্রাম কমিটির সভাপতি এবং দলনেতাগনের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়।
প্রশিক্ষণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন রাজস্থলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের কল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন ও সভাপতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন । প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসার মোঃ কামরুজ্জামান খান,
এ সময় সহকারী উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহ, পাকুন্দিয়া উপজেলা সমাজ সেবা কমকর্তা মোঃ শাজাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা বিষয়ে বক্তব্য প্রদান করেন । সরকারি ঋণের অর্থ আদায়ে আইনী পদক্ষেপ এবং সরকারি অর্থ আদায়ে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর ভূমিকা বিষয়েও সেশন পরিচালনা করেন ।
এছাড়াও সুধীজনের মাঝে প্রশিক্ষণে আরও অংশগ্রহণ করেন রাজস্থলী স্বাগত বক্তব্য ও কর্মদল গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য ,দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কার্যলয়ের মোঃ শাজাহান। মোটঋণ বিতরণ, ১৮,২০,৫০০টাকা ৫৫জন মাঝে চেক বিতরণ করেন।