নোটিশ : পাকুন্দিয়া প্রতিদিনের আপডেটের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দু:খিত

পাকুন্দিয়ায় ইউপি সদস্যের ওপর হামলা



পাকুন্দিয়া উপজেলার ১ নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য ওমর ফারুকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। রাত ১১ টার দিকে জাঙ্গালিয়া বাজার থেকে উত্তর জাঙ্গালিয়ায় নিজ বাড়িতে যাওয়ার সময় তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

 

স্থানীয় সূত্র জানায়, রাত ১১ টার দিকে প্রতিদিনের মতো জাঙ্গালিয়া বাজার থেকে উত্তর জাঙ্গালিয়ার নিজের বাড়িতে যাওয়ার জন্য বের হয় ওমর ফারুক। এ সময় তালতলা নামক স্থানে পৌঁছাতেই আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার ডাকচিৎকারে লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, দুর্বৃত্তরা মাথায় হেলমেট পড়ে ইউপি সদস্য ফারুকের ওপর হামলা করেছে। বর্তমানে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। 



এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, ইউপি সদস্যের উপর হামলার খবর পেয়ে তাতখনাৎ তাকে হাসপাতালে দেখতে যাই। এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post