কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫১ পিছ ইয়াবাসহ সুজন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে তারাকান্দি বাজারের চায়ের দোকানদার ও ওই এলাকার মিলন মিয়ার ছেলে।
শনিবার (০৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে তার নিজের দোকান থেকে তাকে আটক করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এস.আই সুজায়েত হোসেন, এসআই মশিউর, এএসআই হাসান আলী, এএসআই জুয়েল খান, এএসআইসহ তাদের একটি ফোর্স তারাকান্দি বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন পালানোর চেষ্টা করে। এ সময় পাকুন্দিয়া টু হোসেনপুরগামী রোডের পশ্চিম পার্শ্বে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দোকানে তল্লাশী চালিয়ে ৫১ পিছ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার ৩০০ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ দিকে স্থানীয় সূত্র জানায়, এই মাদক ব্যবসায়ী সুজন চায়ের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গত মার্চ মাসের প্রথম সপ্তাহেও গ্রেফতার হয়েছিলো। জামিনে মুক্ত হয় ফের জড়িয়েছে মাদক ব্যবসায়।