কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রিপন মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে।গতকাল (৩ মে) শনিবার দুপুরের ২ দিকে উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত রিপন সুখিয়া এলাকার মৃত সোবানের ছেলে। আর শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা গেছে, শিশুটি তার আরেক সহপাঠীকে নিয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাওয়ার পথে মোঃ রিপন মিয়ার সু কৌশলে তার ভুট্টা ক্ষেতের উঠানো ভুট্টা তাহার মাথায় তুলে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে যায়। পরে সেখানে তার হাতে থাকা কাস্তে দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং শিশুটিকে বলৎকার করে।
শিশুটি বাড়িতে গিয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিলে তার অবিভাবক ঐ দিন রাতেই পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।