পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষে নারী নিহত, ছেলে আহত

 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে বল্লমবিদ্ধ হয়ে মমতাজ বেগম নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে মো. জিল্লুর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ মে)  বিকেলে উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।



নিহত মমতা বেগম (৫৮) উত্তর লক্ষ্মীপুর নজেরবাড়ি এলাকার বাসিন্দা মতিউর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন।



নিহতের ভাইয়ের ছেলে মোবারক মিয়া  জানান,  ৪০ বছর যাবৎ একটি জায়গা তার ফুফাতো ভাইয়েরা ভোগদখল আসছেন। সেখানে একটি আম গাছ রয়েছে। প্রতিবছরই তারা এই গাছের ফল সংগ্রহ করে থাকেন। এবার হঠাৎ করে প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া (৫৫) ও তার লোকজন বাধা দেন এবং গাছটি তাদের বলে দাবি করেন ।



বিকেলে সেই গাছ থেকে আম পাড়তে যান নিহত মমতা বেগমের ছেলে জিল্লুর রহমান। এ সময় কালু মিয়া ও তার লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জিল্লুর উপর হামলা চালায় কালু মিয়া ও তার লোকজন। এ সময় জিল্লুর রহমানকে বাঁচাতে তার মা মমতা বেগম এগিয়ে আসলে তাকে বল্লম দিয়ে আঘাত করে কালু মিয়া ও তার লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় মমতা বেগমকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় মমতা বেগমের ছেলে জিল্লুর রহমানকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত হয়েছেন এবং তার ছেলেও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post